Friday, July 3, 2015

বিষাক্ত বিষ

বিষাক্ত বিষ
.............ঋষি
==============================================

তীব্রতা খুলবে বলে বাকলের সেজে ওঠা
রোজ রাত্রে খুলে পরে শহরের বুকের ঘুমের পাতা ।
মানুষ ঘুমোচ্ছে সবাই ,,,,তবু নিস্তব্ধ না
তবু শান্ত না আমার শহরের  প্রতি নিশ্বাসে তেতো স্বাদ ।
জীবন  এখানে সাজতে থাকা বেশ্যাদের শরীর
আর শরীরের রক্তে বিষ  ।,

ইশ নোংরা নর্দমার মধ্যে
বালিশ পেতে ঘুমিয়ে আছে কুকুরগুলো ।
এমনি বলেছিল পথচলতি ওয়াগান গাড়িটা
আমি চিত্কার করছিলাম পাশে দাঁড়িয়ে ।
আমার জীবিত চিত্কারে উঠে আসছিল রক্তের নোনতা স্বাদ
আর গাড়িটা চলে  যাচ্ছিল  পিছনের  লাল আলো জ্বলছিল ।
শহর জুড়ে রেড লাইট বেশ্যার শরীরে জারজ জন্ম
চুপি চুপি ,কানে কানে ইচ্ছারা  বলছিল
আমার ভিতরে আয় যদি মানুষ হতে চাস ।
শোষনক্ষমতা উপচে যাচ্ছে শিকড়বাকড়ের সীমা
তীব্রবিন্দু ঘিরে ঘিরে রক্তের বিন্দু সব ।
ক্ষিধের শেষটুকু তরলে তরল ,আঠা লেগে আছে
বিষ ছেঁকে আলজিভ ভারি হয়ে আসছে ।

বিষ উঠছে শহর থেকে
মানুষের ঘুমন্ত চোখের পাতা খুবলে খাচ্ছে সময় ।
মনুষত্ব দেদার বিলোছে  মানুষের জানোয়ারগুলো
অবাক হয়ে লাভ নেই মোটেই ।
আমরা যদি সবাই মানুষ হয়ে যায় জানোয়ারগুলো থাকবে কোথায়
এ  শহরের শরীরে বিষাক্ত বিষ  ।  

No comments:

Post a Comment

হারানোর কবিতা

একটা অপ্রিয় জীবন হঠাৎ যদি হারিয়ে যায়  কি এসে যায় তাতে এই শহরের  , ধুলোবন্দি ফটোফ্রেম ,রং ওঠা দেওয়াল ,পুরোনো রেডিওর গান  ফিসফিস করা তোমার কণ্...