Wednesday, July 15, 2015

বেরঙা খয়েরি বিকেল

বেরঙা রঙিন বিকেল
.............. ঋষি
==============================================

বেরঙা এক খয়েরি বিকেল শুয়ে ছিল বুকের ভিতর
প্রতিটা দেওয়ালে ঘরে ছিল ঘড়ির শব্দ।
টুং টাং সময় পেন্ডুলামে
তুই মুখ লুকিয়ে বসে ছিলিস আমার বুকের মাঝে।
ঘুম আসছিল না
কথারাও বন্ধ ছিল অন্য ঘরে।

ঘড়ির কাঁটা সরে যাচ্ছিল মুহূর্ত ধরে
তোর হাতের চকলেটে ছিল ভিজে ঠোঁট ,দ্রুত নিশ্বাস।
তুই মুখ তুললি তাকালি আমার দিকে
আমি চোখ বন্ধ।
আকাশ দেখছি ,বাতাস ভাবছি ,সময় ছিল না কোথাও
সে শুধু সরে যাচ্ছিল নিজের মত।
আর তুই আরো গভীরে আসছিলিস নিয়ম মত
সবটাই স্বাবাভিক ছিল।
তোর চোখের ভাষা ,তোর নরম আদর
শুধু সময়  সে যে থামছিল না।

বেরঙা এক খয়েরি বিকেল শুয়ে ছিল বুকের ভিতর
প্রতিটা দেওয়াল ঘড়িতে এক সঙ্গে সময় বললো।
আমার গল্প ফুরলো ,নোটে গাছটা মুরোলো
আমরা অদ্ভূত ভাবে চেয়ে আছি এখন একে অপরের  দিকে।
দুজনের চোখে লেগে ঘুমের ঘোর ইচ্ছার মত
অথচ সময় এখনো থামছে না। 

No comments:

Post a Comment

হারানোর কবিতা

একটা অপ্রিয় জীবন হঠাৎ যদি হারিয়ে যায়  কি এসে যায় তাতে এই শহরের  , ধুলোবন্দি ফটোফ্রেম ,রং ওঠা দেওয়াল ,পুরোনো রেডিওর গান  ফিসফিস করা তোমার কণ্...