Wednesday, July 22, 2015

জোনাকির সুখ

জোনাকির সুখ
............... ঋষি
=============================================
নিশ্বাস বন্ধ করে জোনাকিরা  ঘুরছে
আমি দেখছি ,চেয়ে আছি দূরে আরো দূরে।
চাঁদের বুড়ির গায়ে কলঙ্ক  লাগে না
লেগে থাকে অন্যমনস্কতা।
চাঁদের আলোয় জোনাকিদের  সুখ
বেঁচে থাকা নিঝন্ঝাট জীবনে।

সত্যি কি তাই
তোর  পায়ের ডিমে লেগে থাকা হলুদ কুসুম।
ভিখিরীর  থালায় ছোটো  ফুটো
গড়িয়ে পরছে অভিমান বারংবার করাইয়ের  তেলে।
পেঁয়াজ  ,লঙ্কা কুচিয়ে  ,একটু নুন ,এক ফোঁটা  জল
মাত্র এক ফোঁটা জল।
ছ্যাত তেলের  ছিটে  গায়ে
ডিম থেকে ওমলেট  আকাশের চাঁদ কলঙ্কিত পোড়া দাগ।
কালো কালো  ছায়া
নিশ্বাস বন্ধ  জোনাকিরা।

নিশ্বাস বন্ধ  জোনাকিরা
দেখতে চেয়েছিল তোর  চোখের রেটিনার  মাপটা।
ঠিক কতটা ,কতটা দূরত্ব
কিলোমিটার ,মিলিমিটার ,মাইক্রোমিটার না আরো ছোটো
অতোশকাঁচে লেগে থাকা ভিজে আদ্রতা
নিঝন্ঝাট জীবনে জোনাকির সুখ 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...