Saturday, July 4, 2015

অদৃশ্য অনন্ত

অদৃশ্য অনন্ত
.............. ঋষি
=============================================
এই শোনো বলার পরে জানলার বাইরে
রৌদ্রহীন মেঘ।
হাত বাড়িয়ে পিচ গলা গরমের বুকে নিজেকে মিশিয়ে দিলাম
শুনছি তো বল না।
একটু ভালোবাসবে আমায় ,,,,,,বাসছি তো
যেমন করে মিশে যাওয়া কালি সাদা পাতার উপর
অদৃশ্য স্নেহে।

বিরতি বলে কিছু নেই
আগে বা পরে বলে কিছু নেই শুধু আকাশ মেঘলা।
সারা মেরুদন্ড জুড়ে অদ্ভূত রক্তস্রোত
জড়ো হওয়া ইচ্ছাগুলো ,,,,অন্তরের খোলকরতাল।
কোনো গ্রীষ্মের সন্ধ্যায় অফিস ফেরত মুখগুলো যেমন তাকায়
পরিবহনের বাইরে নির্দিষ্ট ঠিকানায়।
আমার বাড়ি ,,তোমার বাড়ি ,,আমাদের চারদেওয়াল
মিলে মিশে একাকার মাইল ব্যাপী পিচের রাস্তা  .

এই শোনো বলার পর জানলার বাইরে ,,গরাদের বাইরে
একটা শীতল স্পর্শ।
দমকে দমকে ছুঁয়ে যাওয়া শীতল হাওয়া আমার অস্তিত্বে
শুনছি তো বারংবার চুপি চুপি।
একটু ভালোবাসো না আমায় ,,,,,, বসছি তো
যেমন করে মিশে যাওয়া পিচের রং অন্ধকার মেঘে
অদৃশ্য অনন্ত।  

No comments:

Post a Comment

হারানোর কবিতা

একটা অপ্রিয় জীবন হঠাৎ যদি হারিয়ে যায়  কি এসে যায় তাতে এই শহরের  , ধুলোবন্দি ফটোফ্রেম ,রং ওঠা দেওয়াল ,পুরোনো রেডিওর গান  ফিসফিস করা তোমার কণ্...