Wednesday, July 22, 2015

শান্তি ,শান্তি ,শান্তি

শান্তি ,শান্তি ,শান্তি
............... ঋষি
=============================================
কোনো হাসি চিরস্থায়ী হয় না
কোনো হাসি চিরদিন জীবিত থাকে না।
সকলেই ঘুমিয়ে পরে সময়ের সাথে
সবাইকে চলে যেতে হয় সময়ের কাঁটায়।
জীবনের পাতায়
শুকনো কিছু সময়ের পাতা আর ঘুম।

এই ভাবে তো একদিন বুদ্ধের  মুখে শোনা গেছিল শান্তির বাণী
নির্ভেজাল জীবনের একমাত্র উদ্দেশ্য শান্তি।
বেঁচে থাকার নিয়তি যতোই এবরোখেবড়ো পাথরের দেওয়াল
কিংবা সার দিয়ে পরে থাকা অস্তিত্বের মৃতদেহ।
আসলে কেউ মরতে চাই না আমরা
একটু জীবিত থাকার বাসনা শান্তির বিছানায় শুয়ে
কোনো কাল্পনিক উড়োযানে ছেঁড়া পাতা।
ঈশ্বরের বাণী আকাশ থেকে নিচে
কুচো ,কুচো  সাদা কাগজের টুকরো
শান্তি নামক উপলব্ধি  জীবনের।

কোনো সময় স্থির থাকে না
কোনো সময়ের উপলব্ধি ক্লান্তিদায়ক হয়তো।
সকলে ঘুমিয়ে পরে বালিশ আঁকড়ে ধরে
আশায় একটা আলোর দিন ,একটু শান্তি।
বুদ্ধের বাণী
শান্তি ,শান্তি ,শান্তি প্রশস্ত পাথুরে সময়ে।  .

No comments:

Post a Comment

হারানোর কবিতা

একটা অপ্রিয় জীবন হঠাৎ যদি হারিয়ে যায়  কি এসে যায় তাতে এই শহরের  , ধুলোবন্দি ফটোফ্রেম ,রং ওঠা দেওয়াল ,পুরোনো রেডিওর গান  ফিসফিস করা তোমার কণ্...