Wednesday, July 8, 2015

অনেকটা মেঘ

অনেকটা মেঘ
............... ঋষি
===================================================
দিকচক্রবালে তোমার ছায়ারা সব মৃত
আরো দূরে নীল চাদরে মোড়া শব্দগুলো কখন সাদা চাদরের পরিবর্তন।
কফিন ঠিক কোথায় বুঝতে পারছি না
বুঝতে পারছি না তোমার ভিতরে বয়ে যাওয়া দখিনা বাতাসকে।
দিক পরিবর্তন ,ওয়েদার অফিসের কাঁটায় তারতম্য সময়
নির্ভিক আনুকূল্যে অনেকটা মেঘ জমে মাথার উপর।

ব্যক্তি  ও মাল্টি-এর কম্যুনিকেশানে বিরোধ ছিল আর থাকবে
এটা জীবনযাপন।
বাঘের পিঠের সওয়ার হয়ে সন্ন্যাসী সেজে থাকাটা অসম্ভব
যেমন অসম্ভব ওই গাছের কাঠবেড়ালিটার উড়তে চাওয়া।
ইচ্ছারা আকাশের পাখি হতে পারে
হতে পারে বন্য ইচ্ছাদের হাতে বন্দী প্রতি শহরে চিড়িয়াখানা।
আসলে ওগুলো সব মিউজিয়াম  মৃতের  মিউজিয়াম
সাজানো সড়কে বুক চিতিয়ে দাঁড়ানো কোনো সংগ্রামী স্ট্যাচু।
আমাদের অন্তর বিগ্রহের পুজো
আর দৈনন্দিন যাপন।

দিকচক্রবালে তোমার ছায়ারা সব মৃত
এই নিয়ে একটা শর্ট স্টোরি হতে পারে কিংবা শর্ট ফিল্ম   ।
তখন না হয় তোমার কফিনটা কাজে লাগবে
তোমার দখিন হাওয়ারা চুপি চুপি স্ক্রিপ্টে আসবে আলাপ হয়ে ।
দিক পরিবর্তন ,ওয়েদার অফিসের রিপোর্টে বৃষ্টি না এলেও
সুটিং চলাকালীন প্রচন্ড বৃষ্টি হবে দীর্ঘ কালীন ।

No comments:

Post a Comment

হারানোর কবিতা

একটা অপ্রিয় জীবন হঠাৎ যদি হারিয়ে যায়  কি এসে যায় তাতে এই শহরের  , ধুলোবন্দি ফটোফ্রেম ,রং ওঠা দেওয়াল ,পুরোনো রেডিওর গান  ফিসফিস করা তোমার কণ্...