Tuesday, July 21, 2015

সতীত্বের প্রশ্ন

সতীত্বের প্রশ্ন
................ ঋষি
===========================================
জন্ম তোর কোনো  কবির অলংকার
নির্ভেজাল সতীত্বের প্রহসনে।
উঠে আসে প্রশ্ন চিন্হ সকলের মনে
নারী তুই সার্বিক ,না তুই স্বাবাভিক জন্মান্তরে।
জন্মানো যোনির আদুল হাওয়া
তোকে তো প্রহসন বলা যায় না।

আরেকটু গভীরে যাওয়া যাক
আদিম পুরুষ ,যথাযথ হোক তোর লজ্জার উত্তরগুলো।
আদিম গুহার লোভে তুই হতে পারিস পিতা
কিংবা কোনো প্রাচীন ধর্মগ্রন্থের উদাহরণে পুরুষ।
যতই হোক না পুরুষ সর্বত্র
যতই হোক না পৌরুষ সমাজ।
কিন্তু পুরুষ তুমি কোথাও ভীষণ ভাবে হেরে গেছো
তুমি জন্ম দিতে পারবে না পরম্পরা।
তোমাকে হতেই হবে যোনিজ
তুমিও স্বার্থক যদি নারীকে গ্রহণ করো হৃদয়ের পৌরুষে।

জন্ম তোর নারী শারীরিক কোমলতায় মহিষমর্দিনী রূপে
হাজারো জন্ম প্রাচীন ধ্যানে তুই অন্তস্বত্বা।
তোর সর্বত্র প্রবাহিত হোক স্নেহ ,মায়া ,কোমলতা
তুই হয়ে ওঠ দুষ্টু দামিনী ,সুষ্ঠ মাতা।
মাতৃত্ব তোর হাতিয়ার , তোর অলংকার
সতীত্বের প্রশ্ন এখানে পৌরুষের পরাজয় ও মাতৃত্বের লজ্জা । 

No comments:

Post a Comment

হারানোর কবিতা

একটা অপ্রিয় জীবন হঠাৎ যদি হারিয়ে যায়  কি এসে যায় তাতে এই শহরের  , ধুলোবন্দি ফটোফ্রেম ,রং ওঠা দেওয়াল ,পুরোনো রেডিওর গান  ফিসফিস করা তোমার কণ্...