Tuesday, July 21, 2015

নীরবতা কাম্য

নীরবতা কাম্য
.................... ঋষি
===============================================
নীরবতা কাম্য
তবু আমি সুযোগ নিতে পারলাম না।
চোখ কাঁচের হতে হতে
কাঁচের ভিতর ,স্বচ্ছ জলের ভিতর।
পাথরের চোখ
আমি জানো পাথর ভাঙ্গতে পারলাম না
পারলাম না কাঁচের চোখ লাগাতে।

তবু কেন জানি ছুঁতে চাওয়ার ইচ্ছা
থাকছে চিরকাল।
যেমন ধুকপুক ছুঁয়ে তোমার নামটা চিরকাল আবহাওয়ার মত
স্থির নয় ,অস্থির মনের ভাবনায়।
শূন্যতা
ঈশ্বরের চোখ।
জানি সূর্য কখনই বলে নি তার আগুনে সৃষ্টি চঞ্চল
তেমনি তোমার আগুন।
আমি পুড়ে ছাই,তোমার গলিত লাভাগুলো ক্রমশ
ঠোঁট বেয়ে ,আত্মা বেয়ে ,আমাতে বিলীন।

নীরবতা কাম্য
শান্ত চোখে দেখা সবুজ পৃথিবীর দিকে যার অধিকাংশ নীল।
জলের কোনো রং হয় না
স্বচ্ছ জলের আয়নায় ধরা পরা তোমার মুখ।
কেঁপে ওঠে প্রতি কম্পনে বারংবার
ছোটো ছোটো ঢেউ কোথাও স্থির
কোথাও বড় অস্থির। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...