Wednesday, July 8, 2015

স্পর্ধা হারানো সময়

স্পর্ধা হারানো সময়
............ ঋষি
===========================================
এভাবে অদ্ভূত হতে হতে হারিয়ে যাচ্ছে নিশ্বাস
সামনে রুপোলী শরীরে স্থির নির্বাক ঢেউ।
জানছে না কেউ
শরীর জাগানিয়া পাহাড়িয়া বাঁশিতে ফিসফিস।
স্পর্ধা হারাচ্ছে সময়
অন্তরীণ।

চুপচাপ কোনো অন্ধকার মেঘের আড়ালে চাঁদ হারাবে
হারিয়ে যাবে চেনা শরীরে যৌনতার গন্ধ।
খোল করতাল হাতে বাজতে থাকবে মন্দিরের ঘন্টা
এক ঘন্টা ,,দু ঘন্টা ,,তিন ঘন্টা।
সময় কাটবে শুধু ,,কাটানোর জন্য
এই ভাবে কেটে যাবে গোটা একটা জীবন।
শুনতে পারবে হাওয়াসংঘের কথা
বৃষ্টি জাদুঘরের কথা
অবচেতনে সেক্স বদলের কথা।

পর্ণমোচী বৃক্ষরা অদ্ভূত কাঁদছে শুনতে পারছো
কান পেতে শুনছি আমি পাতায় মোড়া গোপন সুরঙ্গের শব্দ।
জানছে না কেউ
শরীর জাগানিয়ে বাঁশিতে চুপচাপ নিস্তব্ধতা।
স্পর্ধা হারাচ্ছে হৃদয়
চারিদিকে শুধু পোড়া মাংসের গন্ধ। 

No comments:

Post a Comment

হারানোর কবিতা

একটা অপ্রিয় জীবন হঠাৎ যদি হারিয়ে যায়  কি এসে যায় তাতে এই শহরের  , ধুলোবন্দি ফটোফ্রেম ,রং ওঠা দেওয়াল ,পুরোনো রেডিওর গান  ফিসফিস করা তোমার কণ্...