Thursday, July 9, 2015

লজ্জা কারে বলে


লজ্জা কারে বলে 
.............. ঋষি
===============================================

অবান্তর কিছু প্রশ্ন 
যাদেরকে ভালো লাগে সামাজিক অভিধানে। 
লজ্জা শুধু  শব্দ নয় ,সামাজিক শব্দ 
শব্দের দরবারে ছড়ানো নেশার মতন যারা সামাজিক।
তাদেরকে আমি রোজ দেখি পানশালার দরজায় বাম্সার হয়ে দাঁড়াতে 
কিন্তু কখনো তোমার খোলা বুকে লজ্জা খুঁজে পাই না। 

অবান্তর প্রশ্নের কারখানায় 
ম্যানুফ্যাকচারিং ডিফেক্টে তৈরী অজস্র শব্দ। 
যারা পিনের মতন আটকে আমার বুকে 
তবে তাকে লজ্জা বলো। 
কুসংস্কার ,ব্যভিচার ,ভন্ডামি ,ধর্মের ষাঁড়গুলোকে 
তবে লজ্জা বলে দেক। 
কিন্তু নিজস্ব কল্পনায় তোমার আয়নায় 
কখনো কোনদিন লজ্জা দেখো না। 
 
অবান্তর প্রশ্নের ভান্ডারে 
যারা সামাজিক ,যারা বুক উঁচু করা বেশ্যার শরীর। 
তাদের বুকের ভিতর দেখো ,অজস্র পোকা ,,,অজস্র 
তাদের কঙ্কালের গায়ে ভালো করে খুঁজলে পাবে নতশির সমাজ।
অসংখ্য ঘুন ধরা চামড়ার পর্দার আড়ালে লোকানো বিষ
কিন্তু কখনো কোনদিন তোমার ভিজে ঠোঁটে আমি লজ্জা খুঁজে পাই নি। 



No comments:

Post a Comment

হারানোর কবিতা

একটা অপ্রিয় জীবন হঠাৎ যদি হারিয়ে যায়  কি এসে যায় তাতে এই শহরের  , ধুলোবন্দি ফটোফ্রেম ,রং ওঠা দেওয়াল ,পুরোনো রেডিওর গান  ফিসফিস করা তোমার কণ্...