Friday, July 17, 2015

এক হাঁটু জল

এক হাঁটু জল
................... ঋষি
==============================================================
আজ একটা শহর কিনতে গেছিলাম
দেশ তো বিক্রি হচ্ছে অহরহ
রাজ্য নিয়ে দিদি দাদাদের ঝগড়া সেও চলছে ।
যাই হোক বাজারে একটা শহর তো পাওয়া যাবে
এই আশায় সোজা এই  শহরের বুকে
একটা শহরের জন্য।

ওমা কি মারাত্নক বৃষ্টি এক হাঁটু জল শহরের দরজায়
ঘরে ঢুকছে রোগ ,সাপ আরো কত জলজন্তু।
জন্তুরা নাকি বিদেশি ,তারা ব্যবসা করবে নতুন ভাবে আন্তর্জাতিক বাজারে
নিজের দেশের কাপড় ছেড়ে একটু শরীর দেখানো কাপড়।
হাঁটুর ওপর উঠতে থাকা শহরের জলে
ডুবে যাচ্ছে মানুষে পা ,হাজারো রোগ ,নালা নর্দমা।

অন্যদিকে তাকিয়ে দেখি বিশাল বড় শপিং কমপ্লেক্স
বিশাল বড় বড় বিজ্ঞাপনি ব্যানারে ঝলসে ওঠে কোনো নগ্ন নারীর বুক।
বিশাল বিশাল বহুতলে বাস করা মানুষগুলো ১০০০ স্কয়ারফিটের জমিতে মগ্ন
একা একা আমি তুমি আর জীবন নিয়ে ব্যস্ত সবাই ভাবনায়।
সকলে নিজেকে বাঁচাতে চায় ,
কিন্তু শহর দেখছি একলা দাঁড়িয়ে কাঁদছে আপন মহিমায়।

আমি শহরের মাঝামাঝি একলা ভিজছি নিঃস্ব
আমি কি তবে এই শহরটা কিনতে চাই,,,,
দেশ ,রাজ্য শেষে এইটা কি তবে আমার শহর।
যাই হোক ইচ্ছাগুলো সব মরে ভূত শহর কেনার ভাবনার
সোজা বাড়ির দিকে পা বাড়াই
এক হাঁটু জল নিয়ে হাঁটতে থাকা শহরের বুকে।
   

No comments:

Post a Comment

হারানোর কবিতা

একটা অপ্রিয় জীবন হঠাৎ যদি হারিয়ে যায়  কি এসে যায় তাতে এই শহরের  , ধুলোবন্দি ফটোফ্রেম ,রং ওঠা দেওয়াল ,পুরোনো রেডিওর গান  ফিসফিস করা তোমার কণ্...