Friday, July 17, 2015

ঈশ্বরের কান্না


ঈশ্বরের কান্না 
................... ঋষি
============================================

নগ্নতা শরীরের কবরে শুয়ে আছে সারাক্ষণ 
ঘুম ভাঙবে কবে তোর,
কান্না সে যে নগ্নতারি নামান্তর। 
পৃথিবীর শেষ মাটিতে 
যেখানে পবিত্র তোর নির্বাসন জেরুজালেমের ধুলি। 
সেখানে কান্নার মত রক্তে ফোঁটা
ঠিক যিশুর পা। 

প্রত্যাশার একটা খালি সীটে একবার বসতে চেয়েছিলাম 
সংরক্ষণ। 
ঘুম ভেঙ্গে গেছে কবে 
যেদিন রক্তের পথে  হেঁটে চলেন ঈশ্বর নির্বিকার ক্রুশ কাঁধে। 
সামনে তাকিয়ে দেখি কান্না 
সকলে কাঁদছেন। 
ঈশ্বর চুপিচুপি বলেন কানে কানে 
মৃত্যুর পরেও ফিরে আসা যায় জীবনে।
প্লিস কান্না না 
একমুঠো ভিক্ষা তোমাদের কাছে মানুষ 
তোমরা আরো উদার হও। 

মানুষ জানে না ইতিহাস মানুষের সাথে নেই 
মানুষের ঘুম ভাঙ্গা মেরুদন্ডের ইতিহাসটা শিলা লিপিতে লেখা। 
আগুন থেকে জীবন ,জীবন থেকে মাংস, তারপর রক্ত 
কান্না ,কান্না,কান্না সবটাই হেরে যাওয়া। 
আর হারতে মানুষ চায় না ,হারতে কেউ চাই না 
তবে তুই কেন 
তবে তুই কেন অবিরত হেরে চলিস ঈশ্বর বিশ্বাসে। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...