Thursday, July 16, 2015

বৃষ্টি ব্যাকুলতা

বৃষ্টি ব্যাকুলতা
,................. ঋষি
=================================================

বুকের পাঁজরে জোড়া বিকেলবেলা
কিছু কথা কবিতা হয়ে যায় ,কিছু কবিতা জীবিত।
এক কাপ কফি ,টুকরো টুকরো ধোঁয়া
সর্বত্র ছড়ানো অস্তিত্ব।
কিছু ছবি জীবিত হেঁটে যায় ,আর কিছু চুপিচুপি
ডার্করুমে ঝোলানো থেকে যায়।

সবুজ ঘাসে উপর আসন পাতা এক পবিত্র যন্ত্রণা
নেমে এলি  তুই ,ভিজিয়ে দিলি আমায়।
এক স্পর্শে সমুদ্র চলে যায় ,আছড়ে  পরে মাতাল ঢেউ
আমার কবিতার পাতায় শ্মশান মাপা দূরত্ব
ঢেউগুলো ছুঁয়ে ছুঁয়ে চলে যায়।

নীল আকাশে দেখি টুকরো টুকরো মেঘ সোহাগী আদর
বৃষ্টি নাকি চুঁয়ে  নাম সোনালী  বিকেল।
ঘুম ঘুম ভাব ,শুকনো ঠোঁটে ভিজে যাওয়ার আকুলতা
আমাকে ছুঁয়ে তোর আঁচলে লোকানো চুপিচুপি
বৃষ্টি ব্যাকুলতা।

বুকের পাঁজর খুলে দাঁড়ায় এসে  সময়
আমি ,তুমি মুখোমুখি হয়তোবা বছর কুড়ি পর।
বছর কুড়ি লাইনটা জীবনানন্দ  ভদ্রলোকের লিসে  নেওয়া
তাই  হয়তোবা  বছর তিরিশ পর কোঁকড়ানো চামড়া।
মিয়ে  পরা ইচ্ছাদের জীবনযাপন
নিশ্চিত আলোয় ঝোলানো ফ্রেমের গলায় মালা। 

No comments:

Post a Comment

হারানোর কবিতা

একটা অপ্রিয় জীবন হঠাৎ যদি হারিয়ে যায়  কি এসে যায় তাতে এই শহরের  , ধুলোবন্দি ফটোফ্রেম ,রং ওঠা দেওয়াল ,পুরোনো রেডিওর গান  ফিসফিস করা তোমার কণ্...