Wednesday, July 29, 2015

অবাক পৃথিবী

অবাক পৃথিবী
................ ঋষি
============================================
একবার আচমকা ঘুম ভেঙ্গে উঠে বসি
সামনে চেনা শৈশবে বাজতে থাকা স্যাক্সোফোনের সুর।
চেনা বাস্তবের অনামনা রাস্তায়
শৈশব হাঁটতে থাকে টলমল টলমল পায়ে।
অবাক পৃথিবী অবাক করলে আরো
সামনে পৃথিবী শান্তি নেই কো কারো।

কেমন যেন অন্যমনস্কতকতা জুড়ে বসে বোবা চিলের মতন
খুঁড়তে থাকে বুকের পাঁজরে লালচে পৃথিবী।
চোখের অশ্রু কনায় গুড়ো কাঁচ লেগে
ছোটবেলার সেই মাঞ্জার সুতো।
ভোকাট্টা আকাশ একমুঠো বালি ছড়ানো সারা আকাশে
ছোটো ছোটো ঘুড়ি ,ইচ্ছারা সব বোবা আনন্দ শৈশবের আকাশে।
উড়ি উড়ি ,আরো উড়ি
স্কুলের টিফিনে ঝালমুড়ির ঠোঙ্গা ,সাইকেলে প্রথম পা।
প্রথম প্রেমিকা ,প্রথম চুমু
কলেজ ডিঙিয়ে আচমকা রাস্তায় ভীষণ ভিড়.
আতঙ্ক চারিধার।
বাস ,ট্রাম ,দৈনন্দিন লোকাল বাড়তে থাকে
সারা আকাশ জুড়ে মেঘের ছায়া
ঘুড়ি উধাও।

একবার আচমকা চোখ মুচড়ে উঠে বসে সময়
সামনে শৈশব পেরোনো সময়ের কোলাহল।
বারান্দার রাখা ক্যাকটাসের মাথায় হাত বোলাই
সামনে লঙ্গরখানা ,মিড দে মিলের থালায় বরাদ্দ খিদে।
কয়েকশো কোটি শিশুর চিত্কার ,,,,গ্রো আপ ,গ্রো আপ
অবাক পৃথিবী অবাক করলে আরো। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...