Friday, April 11, 2014

rishi026@gmail.com

এগিয়ে চলা
.......... ঋষি

চলন্ত আলোয় কিছু পট পিছে সরে যায়
আমরা এগোয় ,,,,আরো এগোয়
জীবন কেন পিছে থেকে যায়।

সামনে দাঁড়ানো  বিস্তির্ন্য প্রান্তরের ওপারে রৌদ্রছায়া
কিছু মুখ কিছুক্ষণ খুঁড়তে থাকে প্রাচীন হৃদয়।
শিকড়বাকরগুলো খুব গভীর
মাটির গভীরে দাগ টেনে যায়।
মুখথুবড়ে চলতে চলতে, উঠতে বসতে
বোবা স্মৃতি কিছু জীবাশ্ম ছুঁয়ে যায়।
আর আমরা এগোয় ,,,আরো এগোয়
নতুন স্মৃতি তৈরীর টানে
কিন্তু পিছোতে থাকি তার থেকে বেশি
গভীর চেতনায় ,,,একলা দিনে।

তাই তো সবাই একলা থাকতে চাই না
অনেকটা লতার মত জড়িয়ে বাঁচতে চাই।
পায়ে পা মিলিয়ে কারো সাথে ,,ভালোবেসে
তার হৃদয়ে থাকতে চাই।
আসলে সবাই আশ্রয় চাই
আশ্রয় একটার তৃপ্তির ,একটা আদুরে হওয়ার।
একটা খুব রঙিন আলো ,একটা স্বপ্নের সাথে
সবাই ভেসে থাকতে চাই জীবন আকাশে।
আসলে সবাই ভালো থাকতে চাই
আরো ভালোবাসা পেতে চাই পৃথিবীর ঘ্রাণে।

চলন্ত সময়ের সাথে পা এ পা মিলিয়ে চলা
উঠা পরা ,,,জড়িয়ে ধরা ,,,এগিয়ে চলা
এটা তো জীবন,,,মেনে নিতে হয়।


No comments:

Post a Comment

nogorayon

সর্বত্র নগরায়ন নিয়ম বিরোধী  কোথাও তো  ছায়া দরকার ,গাছ দরকার ,দরকার সবুজ  কোথাও নিজেকে রাখাবার দরকার ,বাঁচার দরকার ,দরকার আশ্রয়,  অজস্র জাতহী...