Wednesday, April 2, 2014

rishi026@gmail.com

দহন আর দাহ্য
...................... ঋষি

দহন আর দাহ্যর দূরত্ব যতটা
তোমার আর আমার দূরত্ব ততটা।
নিখুত হাতে গড়া ঐশ্বরিক মিল্কিওয়ের
শেষে দাঁড়িয়ে আমি হাঁচি ,কাশি কি এসে যায়।
শুধু শারীরিক মিলনে সুখ বোনা যায়
বোনা যায় পুড়ে  যাওয়া হৃদয়ের সঙ্গম।

ওপারে দাঁড়িয়ে চাঁদের বাটিতে একমুঠো খিদে
ভীষণ খিদে ,,,,,,,,,,তৃষ্ণা মেটে না।
গত কয়েকশো বছরের রক্তে থাকা বারুদের ঘামের সাথে
কাম .. সূত্রের মিল নেই।
শুধু শরীর আর শরীর
মন তা কাকে দেবে গো ?

আমি যেখানে দাঁড়িয়ে আছি
সেখান থেকে হৃদয় দেখতে চাই সকালের আলোয়।
যখন বৃষ্টি নামবে তখন আমিও ভিজতে চাই
তোমার মতো হতে চাই কুমারী চিত্রঙ্গদা।
যদিও স্বপ্ন ও বাস্তবের মিল বহুদূর
যেমন দহন আর দাহ্যর দুরত্ব যতটা। 

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...