Friday, April 18, 2014

rishi026@gmail.com

আগমনী বার্তা
..... ঋষি

লজ্জার ডানা মেলে উড়ছে তোমার এলোচুল
চুলের স্পর্শ লেগে তোমার আদ্র ঠোঁটে।
তোমার নরম বুকে ডুবে যাচ্ছে
আমার আদরের চুমুক
এক কাপ চা আর তোমার ঠোঁটে।

বাইরে শব্দরা সব জব্দ ভিতরে বন্দী
এক একটা তীর সোজা আমার বুকে,
ছুটে যাচ্ছে ,ছুঁতে চাচ্ছে
তোমায় এ সময় ,,অসময়ে।
কিছু একটা কথা তোমায় বলতে চাইছে।

কানের কাছে ফিসফিস ,,শরীরের লোমকূপে
লেগে থাকা চটচটে ঘাম।
কিছু একটা স্পর্শ কেন যেন জড়িয়ে যাচ্ছে
লাফিয়ে যাচ্ছে মাথার ভিতর পোকারা
তোমাকে আমার ভীষণ কাছে ডাকছে।

মাথায় সূর্য নিয়ে নিত্য পথে ঘাটে
বস্তা পচা সম্পর্ক্যের বয়ে চলা।
রৌদ্র আসছে ,,,সব পুড়ছে
ভিতরে বাইরে এক চিত্কার
কে যেন তোমায় আদর বলে ডাকছে।

আদর জীবন ,আদর মরণ ,আদর শয্যা ,আদর লজ্জা
এ এক প্রাচীন কোনো কাব্যের আরো প্রাচীন  স্লোক।
কোনো অভিধানের পাতার মনেরা জানতে চাইছে
জানতে চাইছে এই পৃথিবীর অন্তরে থাকা অগ্ন্যুপাত
কি হচ্ছে ,কাকে ডাকছে ,প্রেম কাকে ভালবাসছে।

আর আমি বলছি প্রেম আসছে
আসছে একবুক স্তব্ধতা নিয়ে চোরের মতো।
খুব ধীরে ,অন্তরে গভীরে
তোমায় ছুঁয়ে যাচ্ছে ,ভালবাসছে
আর আদর বলে কাছে ডাকছে। 

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...