Wednesday, April 2, 2014

RISHI026@GMAIL.COM

প্রেম চাই ই .........
.............. ঋষি

জানি না কি নাম দেব এই প্রেমের
কবিতার লাইন থেকে উঠে আসে প্রেম।
ভাঙ্গা বুকের পাঁচিলে সাজানো প্রেম
বারানসীর গঙ্গার প্রতি উঠোনে লুকোনো প্রেম।
শরীরের গ্রন্থির অগোছালো প্রেম
মস্তিষ্কের ভিতরে বিক্রি প্রেম।
হৃদয়ের সাগরে উচ্ছল প্রেম
প্রেম ,প্রেম, প্রেম ................... ।

কোথায় রাখা যায় এতো প্রেম
কোন বয়সের পাতায় ছাপাবো।
কোন ধাতুর মূর্তি গড়বো
কিসের অঞ্জলি দেবে ঐশ্বরিক প্রেমে।
রক্ত ,,,,, হৃদয়,,,,, স্বপ্ন ,,,,,শরীর
কিসের আল্পনা দেবে সময়ের রঙে।
সব মিথ্যা ,,,সব সত্যি
সব সাজানো  ,,,, সব ভক্তি।

ভালো লাগে না ,ভালো লাগে না
প্রেমের গায়ে হত্যার গন্ধ।
পিছন লোকানো অবিশ্বাসে তাজমহল
প্রেমের আঁচলে স্বপ্নের রং
সব ঢং ,সব ঢং,,,,, ঢং ,ঢং ,ঢং।
মিথ্যা স্বপ্ন ,,,মিথ্যা প্রেম
গোলাপ বাগানে শ্মশানের ছাই
তবু ও সবার প্রেম চাই। 

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...