Thursday, April 24, 2014

RISHI026@GMAIL.COM

আদিম সভ্যতা
..................... ঋষি

বেশ তো দুরবীন দিয়ে দেখছি তোকে
বেশ কিছুক্ষণ গল্প করলাম তোর সাথে।
মনে মনে ,,মনের গভীরে
যে পথ চলে যায় অলিগলি বেয়ে
সোজা গিয়ে দাঁড়ায় ,,তোর জানলায়।
উঁকি মারি,,,,,, কি রে ব্যস্ত তুই।
কি রে কি খুঁজিস এক উটের চোখে।

কি করছিস ,,,,,,,, ??
কোনো রৌদ্র মাখা জামায় হাত গলিয়ে
বিকীর্ণ সভ্যতার পিঞ্জরে জড়ানো খাঁচা।

কি রে কেমন আছিস ,,,??
কি করছিস মনের জানলায় দাঁড়িয়ে
একলা মনে ,,এক কোনে।

সত্যি বলতে বাধা নেই
সভ্যতা তোকে ভিখিরি করেছে
করেছে অলিন্দের জমা রক্তে ওঠবোস।

কেমন আছিস খাঁচায়  .... ??
তোর পায়ের নুপুরে জমানো অভিশাপ
মেনে নিতে হয় ,,,না হলে ভাঙ্গতে।

কি রে কোনটা করবি তুই ......... ??
আয় জানলায় আয় গল্প করি
করি সভ্যতার আলিঙ্গন আদুলে গায়ে।
মাখি এক সমুদ্র নোনা হাওয়া
আয় পুড়ি কোনো এক অচিন স্পর্শে।
এক সাথে ,এক মনে
আয় গ্রহণ করি সভ্যতার আদিম ইতিহাস। 

No comments:

Post a Comment

nogorayon

সর্বত্র নগরায়ন নিয়ম বিরোধী  কোথাও তো  ছায়া দরকার ,গাছ দরকার ,দরকার সবুজ  কোথাও নিজেকে রাখাবার দরকার ,বাঁচার দরকার ,দরকার আশ্রয়,  অজস্র জাতহী...