Thursday, April 17, 2014

rishi026@gmail.com

নিত্য এ প্রেম
................. ঋষি

সন্ধ্যের ঝরা পাতা
এক একটা স্বপ্ন ছুঁয়ে নামছে আমাদের।
ফ্লাড লাইটের হলুদ আলোয় এত মায়া
জানা ছিল না এর আগে।
ছড়ানো ছেটানো স্পর্শগুলো সব
আমার অন্তরে পেন্ডুলাম।
দুলছে রে খুব জোরে দুলছে
প্রেম এই অনুভূতির অদ্ভুত দাম  ।

দুরে কোথাও আকাশের চাঁদে আজ মুক্তি
মুক্তি ঝিকিমিকি আকাশের তারায়।
এক আনন্দ অচেনা পথে
পাশাপাশি এই  পথ চলায়।
যদি জীবন কাটে এমন একিভাবে
একপথে , পাশা পাশি এমনি অবেলায় ।
সময় কাটে ,চলে যায় ,আশা বাঁচে
যদি তোমার ও পথ আমার হয়।

দূরত্বের হিসেবে এক আকাশ দূরত্ব
আর সময়ের হিসেবে ভীষণ অসময়।
তবু মন মানে না
বারবার তোমার ছুঁতে  চায়।
তোমার পথে আকাশের পথ ধরে
আমার মুক্তি তোমার ছোঁয়ায়।
এযেন কোনো দূর জন্মের হিসেব
কোনো অলীক সত্য ,,নিত্য এ প্রেম।

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...