Sunday, April 20, 2014

RISHI026@GMAIL.COM

ওলটপালট ঝড়
......... ঋষি

এক একটা ঝড় এমন হয় যে
জীবন ওলটপালট।
কোনো এক ইমোসানে চড়ে কাঠের ঘোড়ায়
ঠিক যেন ,,,,, পাগলা ঘোড়া।
আর পাগলা ঘোড়া খেপলে
বন্দুক থাকে হাতে আর হৃদয় গড়ায়।

শুধু বারুদের গন্ধ ঘিরে ধরে হৃদয়ে
আর পরে থাকা কার্তুজের শব্দহীন জটিলতা।
নিরুদ্দেশ এক অন্তহীন পথে
ছুটতে থাকে আর
ছুঁয়ে দিতে চাই স্বপ্নগুলো
ঝড়ের ছোঁয়ায়  চঞ্চল হৃদয়।

আজ বিকেলের ঝড়ে লাল আকাশ
উড়তে থাকা পাতারা তোমার খবর নিয়ে আসে।
আমি জানি তুমি ভালো আছো
ভালো আছে আমার অন্তরের স্পর্শগুলো।
তোমার ছোঁয়ায়
তবুও তোমায় ছুঁয়ে দিতে চায়।

জীর্ণ পাতার মতো উড়ন্ত মুহূর্তরা
ধরা দেয় চোখের পাতায়।
বায়োস্কোপের গল্পের মত সাজানো জীবন
তোমাকে ছুঁতে চায়।
প্রতি মুহুর্তে ঝড়ের এ ছোঁয়ায়
ওলটপালট হৃদয়ের দরজা জানলায়। 

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...