Saturday, April 26, 2014

rishi026@gmail.com

বাবু আমি ,,,শরীর
,,,,,,, ঋষি

ঠিক বলেছিল সেই সতেরোর মেয়েটা
যার বাপ মায়ের ঠিক নেই
আমায় কি বলছেন  বাবু ,,,,,,শরীর।

জন্মাবার পর জীবন বলেছিল
ধন্য তুমি নারী পৃথিবীতে এসো মাতৃরূপে।
একটু বড় হবার পর শরীর বললো
ঢেকে রাখ চুরি  হয়ে যাবে।
কিছুদিনের পরে সেই মেয়েরা মা হলো
যার মা ,বাপের ঠিক নেই সেই সতেরোর মেয়েটা।
রাস্তায় দাঁড়িয়ে থাকা জীবনের পচা স্বপ্ন নিয়ে
কেমন মা,,,,,,, শুধু শরীর।

ইচ্ছে করছিল কেটে ফেলি মেয়েটাকে
আসলে নিজেকে কুপোতে ইচ্ছে করছিল
সংকীর্ণ জংলি নিয়মে মেয়েটার পাশে।

একটা গন্ডি কেন পৃথিবীর আলোয়
কিসের অসহায়তা সেই সতেরোর মেয়েটা।
একটা পণ্য ,একটা ভোগ্য,একটা লোলুপ দৃষ্টি
একটা শরীর ,,,সে তো পুরুষও হতে পারতো।
একটা ভীতি বেঁচে থাকা শরীর আগলানো
পরাধীনতার জীবনে জন্মানোর কুপমন্ডুকতা।
কিছুক্ষণের ধর্ষিত জীবন এক অভিশাপ শরীর
যদি কখনো মুক্তি হতে পারতো।

ঠিক বলেছিল সেই সতেরোর ,,শরীরটা
চিরবিভক্ত  পৌরুষ ক্ষরণে পাপ মেয়টার শরীর
আমায় কামড়ে বলছে বাবু ,,,,,শুধু আমি শরীর। 

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...