Saturday, April 12, 2014

rishi026@gmail.com

হৃদয় শৈশব
..........ঋষি

শৈশব জড়িয়ে ধরে ছোট ছোট পায়ে পিছনে দেখা
বুকের ভিতর ইটে চাপা ঘাসগুলো সবুজ দেখা।
একটা অনুভূতি ছড়িয়ে সারা শরীরে
নিজের হাতের তালুতে থাকা ছুঁয়ে যাওয়া সকালবেলা
আমি আর শৈশব।
এক মুহুর্তের আড়ভাঙ্গা চেনা মুখগুলো
চেনা সমুদ্রের চোরা ঢেউ।

বড্ড আনছান করে বুকের পাথরে আদুরে স্পর্শ
ইচ্ছে করে ডাকি শৈশব।
ডাকি সেই ছোটো হাতগুলো
জড়িয়ে ধরুক আমায় ,,সারা শরীর।
একটা ঝরনা আবার কুলকুল শব্দে
মাথায় নড়ে ,,,মা ,,মা গো।
কেন জানি আমার মাকে বড় মনে পড়ে।

No comments:

Post a Comment

nogorayon

সর্বত্র নগরায়ন নিয়ম বিরোধী  কোথাও তো  ছায়া দরকার ,গাছ দরকার ,দরকার সবুজ  কোথাও নিজেকে রাখাবার দরকার ,বাঁচার দরকার ,দরকার আশ্রয়,  অজস্র জাতহী...