Saturday, April 19, 2014

RISHI026@GMAIL.COM

যুগ যুগ জিও
.........ঋষি

প্রথমে নাম ,ঠিকানা সব দেখে নিও
তারপর চেয়ে পাঠাও ছবি।
যদি পছন্দ হয়
তবে শুরু করো খেলা ... গভীর খেলা।
ভুলেও গভীরে যেও না
ভুলে স্পর্শ করো না হৃদয় সত্যিকারের।
শুধু খেলো প্রেম প্রেম খেলা
আর পারলে স্পর্শ করো শরীর,
আর পারলে খেলার পর ভেঙ্গে দিও।
এই না হলে কমুনিকেসান
এই না হলে জি মেইল ,,ফেইসবুক।
এই না হলে সময়ের তারে বানানো উজবুক।

আরো অনলাইন থাকো
আরো খোঁজো কারোর গভীর ক্ষত।
সুযোগ বুঝে ফোন নাম্বারটা চেয়ে নিও
চেয়ে নিও তার অনুভূতি অস্তিত্ব।
তবে লুঠ করতে সুবিধা হবে
সে শরীর হোক কিংবা মন
ভাঙ্গতে সুবিধা মৃত সুবিধাবাদিতা।
সব হয়ে গেলে চেঞ্জ করে দিও তোমার
ফোন নম্বর,মেইল আইডি আর তোমার অস্তিত্ব।
এই না হলে যুগের হাওয়া,এই না হলে কমুনিকেসান
দেখো যেন বুঝতে না পারে কেও ,
যুগ যুগ জিও অনলাইন ইন্টারনেট,,,, সাজানো ঢেউ । 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...