Friday, April 25, 2014

RISHI026@GMAIL.COM

অন্তর দহন
........... ঋষি

তোমার যোনি চিরে যেদিন ঢুকে গেছিল
কোনো একটা অধিকারী শরীর
সেদিন বোঝো নি।
বারংবার একা হয়ে আকাশের তারা গুনেছো
কিন্তু অধিকার চাও নি আকাশকে স্পর্শ করার
তবুও বদলাও নি।

যেদিন এসেছিল একটা শরীর তোমার নাভিতে
তখন বোঝো নি  তোমার অন্তর ইচ্ছা
এখন বোঝো কিন্তু নিজেকে চেনো নি।
অভিশপ্ত রাত্রিগুলোতে শরীর সেজেছো
সাজিয়েছো অভিনয় সাঁঝবাতি
কিন্তু রাতের প্রদীপে প্রেম ঢালো নি।

প্রদীপ জ্বলেছে অন্তরে গহীন কোনের ইচ্ছা
দিনে রাতে সময় আর সময়ের সাথে
তবু  স্পর্শ করো নি।
আলাদিনের প্রদীপ দৈত্য অন্তর দহনে গর্জেছে
অন্তর নিংড়ে আকাশ চেয়েছে
তুমি ভিজেছ বৃষ্টিতে আকাশ দেখো নি।

দেখো নি আকাশ কোনো নিয়ম শৃঙ্খলে বেঁধে
নুপুরে শব্দ শুধু মনের কোনে
তবুও কখনো হৃদয়ে ডবো নি।
কি  চাও,প্রশ্ন করেছো নিজেকে বারংবার
উত্তর পেয়েছি আমার আকাশ
কিন্তু তুমি স্পর্শ করো নি। 

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...