Friday, April 25, 2014

RISHI026@GMAIL.COM

মুখোমুখি জীবন
............ঋষি

দুপুর রৌদ্র চামড়া তোলা দিন
আচ্ছা যদি অতীত তোলা যেতো।
ফুটপাথে এক ভাঁড় চা
আচ্ছা যদি জীবন তৃষ্ণা মিটে যেতো।

হাত বাড়িয়ে এক আঁচলা জল
এক সমুদ্র নোনা বালি আমার বুকে।
যদি অন্য হাতে তোমায় ছোঁয়া যেতো
প্রকৃতি অহংকারী আমার সুখে।


পাশে ফুটপাথ ছুঁয়ে পণ্যের মতো স্মৃতি
বিকোচ্ছে লাভ আর পাপ নিয়ে।
মস্তিষ্কে তোমার  সাথে সঙ্গম
তোমার হাসির আলোররেশ  নিয়ে।

জীবন এক কোলাহল এলোমেলো ট্রাম
পথ ছেড়ে পথের উপর এ বুকে।
চলছে ,থামছে ,মাড়িয়ে চলে যাচ্ছে
অনির্দিষ্ট জার্নি লং রুটে।


বিরক্তি সব পথে হেঁটে চলে
সাজানো হাসি পাহাড় বোমা যেন।
হাসিটুকু হৃদয় ছুঁয়ে থাকে
মাথার ছুঁয়ে শব্দ মিছিল যেন।

পথের ধারে ভিক্ষাবৃত্তি এক জীবন
তুচ্ছ দর্প ভালো থাকার সাধ।
অন্ধকারে আলোর শব্দ খোঁজা
তুমি শুধু জীবন  থেকে বাদ।

দুপুর আসে চামড়ায় লাগে ছেঁকা
ভালো সব মুহূর্তগুলো একা।
চোখের ছোঁয়ায় লেগে যায় আদ্রতা
জীবন চলে সাথে বাঁচা একা। 

No comments:

Post a Comment

nogorayon

সর্বত্র নগরায়ন নিয়ম বিরোধী  কোথাও তো  ছায়া দরকার ,গাছ দরকার ,দরকার সবুজ  কোথাও নিজেকে রাখাবার দরকার ,বাঁচার দরকার ,দরকার আশ্রয়,  অজস্র জাতহী...