Sunday, April 6, 2014

RISHI026@GMAIL.COM

প্রেম মৃত্যুময়ী
.......... ঋষি

মিথ্যা মাঠে যে ফসল বোনা হয়
তার মাংস খিদে আর রুটি শরীর।

আজ কাঙালি নদীর ধরে যে লাশটা পাওয়া গেলো
সেটা মাংস আর রুটি দুটোই।
তার খোলা বুকে দাগগুলো দেখে বোঝা যায় না
সে গর্ভবতী
তার উরুর মাঝে জন্মের দাগ লেগে মাংসের।

এটা আর নতুন কি
মাংস আর রুটি উপভোগ্য ,পুষ্টিকর শরীরে।
আর শরীরের রক্তের গন্ধ আরো লোভনীয় উষ্ণতায়
এটা আর নতুন না।
পাথরের বুকে দাগ টেনে ভাবো মৃত্যুহীন স্মৃতি
আর শরীরের রক্তে চান করে জন্মানোর রীতি।

সব কিছু মিথ্যা যখন অন্ধকার পৃথিবী
মিথ্যা প্রেমের চর্বিতচর্বনে আরতি শরীর।
আর খিদের পৃথিবীতে মানুষ শরীরময়
আর ঈশ্বর এক এবং অদ্বিতীয়
কামের আগুনে রক্তের খিদেতে।

মিথ্যা এই শরীর মাটিতে বীজ বোনা
যেখানে প্রেম মৃত্যুময়ী। 

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...