Thursday, April 17, 2014

rishi026@gmail.com

কনফিউসড প্রেম
............. ঋষি

পাঁচিলে পাঁচিলে গা ঘষাঘষি করে
উঠে আসা তিক্ততায় প্রেম থাকে না।

বড় কনফিউসড প্রেম ট্রেন লাইন ধরে হাঁটতে থাকে
মনের জানলার স্টেসন চেনে না।

নিরাসক্ত কোনো ঋষির অলিক ভাবনায় রাতপরি
হাসতে থাকে ,স্পর্শে থাকে না।

আচ্ছা ঋষিদের তো কাম থাকে না ,থাকে না সংসার
শুধু হাঁটতে থাকা পথের নাম থাকে না।

হামাগুড়ি দিয়ে চালের হাঁড়িতে শুন্য আকাশ
আর থালায় ভাত থাকে না।

জন্মাবার আগে কোনো জন্মস্থান ,কোনো সময় প্রেম
আসে যায় ,মনে থাকে না।

পথের উপর কুমড়োফুল  আর কচ্ছপ
লুকোনো চলন্ত ভাষায় প্রাণ থাকে না।

কিছু লতানো সময়ে ভরে উঠে দাঁড়ানো
দৃষ্টি সঙ্গিন কোনো দাম থাকে না।

আজকাল পাঁচিলের পরে আবার পাঁচিল পিঠ ঠেকে যায়
পালিয়ে যাওয়ার পথ থাকে না।

উঠে আসা মুখগুলো কত কালি আর গালাগালি
সেই তিক্ততায় প্রেম থাকে না।

কনফিউসড প্রেম ট্রেন লাইন ধরে হাতে
পাশের বস্তিতে প্রাণ থাকলেও ,প্রেম থাকে না। 

No comments:

Post a Comment

nogorayon

সর্বত্র নগরায়ন নিয়ম বিরোধী  কোথাও তো  ছায়া দরকার ,গাছ দরকার ,দরকার সবুজ  কোথাও নিজেকে রাখাবার দরকার ,বাঁচার দরকার ,দরকার আশ্রয়,  অজস্র জাতহী...