Sunday, April 20, 2014

RISHI026@GMAIL.COM

আসলে এভাবেই  হেরে যেতে হয়
............... ঋষি

হারার কিছু নেই ,সবটুকু স্পর্শ
হাত ছেড়ে দেওয়ার পরে একটা ঝিম ভাব।
ভোলার প্রতিযোগিতায় আমি হারবো আমি জানতাম
তুমি জিতছো ,আর জিতে যাবে।

দেশলাইয়ের শেষ টুকু ছাই
মিশে যাবে ,মিশে যেতে হয়।
নিয়মগুলো বানানো বোধ হয় ঈশ্বরের হাতে
হারার পর জীবন হেরে যেতে হয়।

তোমার পথে হোক পুষ্প বৃষ্টি
গলায় ঝুলুক জিতে যাওয়ার মেডেল।
আমার শুধু এক পশলা বৃষ্টি
হারার যন্ত্রনায়  ,হেরে যাওয়ার লেবেল।

ট্রেন ক্রসিঙে দাঁড়িয়ে দুরে দেখা সেই পথ
অপেক্ষা একটা ফেলে আসা বেলার সোনালী রৌদ্র।
রৌদ্র আসে কু ঝুক ঝুক করে
আমার উপরে ,বুকের উপরে।

নিত্য জমানো স্মৃতির ভাঁড়ে ভাঙ্গা টুকরো গুলো
মুহুর্তের আঠায় জুড়তে থাকি।
জুড়তে থাকি ফেলে আসা বেলার সোনালী স্পর্শে
 যা ভেঙ্গে যায় ,তা আশার আলোয় গড়তে থাকি।

গড়তে থাকি তাজমহল হারার যন্তনায়
হাত ছেড়ে দেওয়ার সোনালী নিয়মগুলোর।
কারণ খুঁজতে থাকি জীবন যন্ত্রনায়
আসলে এভাবেই  হেরে যেতে হয়। 

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...