Monday, April 14, 2014

RISHI026@GMAIL.COM

আমায় মৃত্যু দে
,,,,,,,,,,,, ঋষি

আর কিছুনা শুধু ওই ঠোঁটটা আমাকে দে
তোর সময় আর সময়ের ফাঁকে থাকা
টুকরো মুহুর্তটা আমায় দে।
আর যদি কিছু নিতে হয়  তবে আমার তৃষ্ণা নে
আর যদি ইচ্ছে করে
তবে আমায় ভিজিয়ে দে।

কৃষ্ণচুড়ার মুকুটে লেগে লাল রক্ত
বিছানায় পাতা শুকনো ফুলগুলো
আমি তো আছি তোর রক্তে।
শুধু সময় রয়েছে পরে শিরায় উপশিরায়
পথের উপরে এঁকেবেঁকে এক নদী
এক ইচ্ছা সারা শরীরে।

কোনো এক সমুদ্র প্রান্তরে দাঁড়িয়ে
চিত্কার করি তোর নাম মুখে।
আরো জোরে গলা চিরে যায়
রক্ত বেরোয় ,বদ রক্ত প্রেমের।
তবুও ,তবুও  শান্তি নেই
আরো গভীরে তোমায় চাই।

আর কিছুনা শুধু একটা শান্তি দে
গোলাপের পাতা স্বপ্নে কাঁটা ফোঁটে।
কিছুটা অলক্ষ্যে কেটে যাওয়া সময়
চলে যায় তোর সাথে।
কিছু মুহূর্ত হাতছানি দেয় ক্লান্ত চোখে
একটু সময় আমায় মৃত্যু দে। 

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...