Monday, April 21, 2014

RISHI026@GMAIL.COM

মমির প্রেম
,,,,,,,,,, ঋষি

মমির খাটে শুয়ে সুগন্ধিকর মৃত্যু লেখা
পরামিডেও প্রেম শুয়ে আছে।
শুয়ে আছে নীলনদের কালোজলে রক্ত।
বালি আর বালি চোখে
জ্বলে যায় ,পুড়ে যায়  তাপে।
নিরাসক্ত অভিশাপে মমির কালো রক্ত।
আরেকটু দেরী করো জীবন যন্ত্রনায়
মমির মত শুয়ে থাকি বালির কল্পনায়।

সময় কোনদিন থেমে থাকি নি
থাকে নি মুহুর্তদের বিরক্তিকর আল্পনা।
কিছু মুহূর্ত মমির খাটে
কিছু মুহূর্ত জ্বালায় রাতে।
আসলে শব্দ কখনো হৃদয়ে থামে নি
ঠুকে ঠুকে পেরেক পোঁতায়।

পাথরে পাথর ঘসে ,বালির সাথে কালি
সাজায়ে মালা বসে থেকে
স্বপ্ন দেখা খালি।
মমির খাটে রক্ত লাগে নি ,জমানে অভিমানে
শুকিয়ে গিয়ে প্রেম কাঁদে নি
পিরামিডের প্রাণে।

মমির খাটে শুয়ে সুগন্ধিকর মৃত্যু লেখা
লেখা প্যাপিরাসের অন্তর গভীর
ভঙ্গুর কিছু শব্দ মন্থন।
অভিশাপ পিরামিড ধর্মগ্রন্থ।
মৃত্যুহীন কালোছায়া আকাশ জুড়ে কাঁদে
পিরামিডের গায়ে যখন বৃষ্টি নামে।
ফুল ,পাথর পচে ,পচে মমির রক্ত
সেই রক্তে ঈশ্বর শুধু ভালবাসার ভক্ত। 

No comments:

Post a Comment

nogorayon

সর্বত্র নগরায়ন নিয়ম বিরোধী  কোথাও তো  ছায়া দরকার ,গাছ দরকার ,দরকার সবুজ  কোথাও নিজেকে রাখাবার দরকার ,বাঁচার দরকার ,দরকার আশ্রয়,  অজস্র জাতহী...