Sunday, April 27, 2014

RISHI026@GMAIL.COM

আমি বৃষ্টিতে ভিজতে চাই
,,,,,,,,,,,,,,, ঋষি

মিথ্যা এক বিকেলবেলা আটকে আছে
কিছুক্ষণ পরে সন্ধ্যা নামবে বুকের পাহাড়ে।
জমে থাকা আকাঙ্খায় হাহাকার
যে কাঁচ ভেঙ্গে যায়
তা কি আর জোড়া যায় ?
চিরটা তো থেকেই যায় মনের কোনে।
মনের বাসনায় রাত্রি নামে
দুহাতের নখের ডগায় খামচানোর ইচ্ছাগুলো বাড়তে থাকে
আকাশের তারায় ,চোখের তারায়।

যে তারা খসে যায় ,তা কি আর পাওয়া যায়
মিশে যায় ,জ্বলে যায় ,ধুলোর মতো।
উড়তে থাকে অভিশাপ চারিধারে অবহেলায়
ধুলো আর ধুলো চোখের ধুলো ,মনেরও বোধহয়।
চোখ জ্বালা ক্লান্তি বড় অসহায়
নিজেকে বড় ছোটো লাগে নিজের কাছে।
অনেকটা গীতবিতানের সেই গানটা
যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে নাকি  একলা থাকতে হয়।

মিথ্যা এক বিকেলবেলা জমে ওঠা পাহাড়গুলো
ভাঙ্গতে থাকা ,ভাঙ্গতে থাকা বুকের ভিতরে চিত্কার।
আর না ,প্লিস আর না
আর ভালো লাগছে না এই বেঁচে থাকা।
রাত্রি নামবে অনিদ্রায় ,চিন্তায় এক আকাশ
আর না আর আকাশ চাই না।
চাই না স্বপ্ন ,শুধু নোনা বৃষ্টি
দুকুল ছাপিয়ে বুকের উপর হাহাকার সমুদ্র
আমি ওই বৃষ্টিতে ভিজতে চাই।


  

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...