Wednesday, April 9, 2014

RISHI026@GMAIL.COM


অঙ্গীকার জীবন
........ ঋষি

আমার সময়ের বেকারত্ব
,,,,,,,, ,, আজকাল বড্ড সময়ের আলোয়।
আমার শহরের বুক জুড়ে এক অন্তরদহন আর স্বপ্ন
সবটাই বড্ড দৈনন্দিন
,,,,,,বড্ড কষ্টকর জীবনের সত্যি যাতনায়।

ছায়াছবির পর্দা জুড়ে যৌবনের মস্তিষ্কের
নাড়াচাড়া শব্দের উল্লাস অন্ধকারে সঙ্গিনীর মত।
জড়িয়ে ধরা শরীর ,, ,,, এক শুন্য মাটির ভাঁড়ে
 ,,,,,,,,,,,বড্ড শারীরিক চাহিদা
বড্ড নোঙরা শরীরের বাইরের দর্শন।

ছড়িয়ে থাকা ফুটপাথে ম্যাগাজিন ঘুন পোকা
ব্যক্তিগত বিছানার বদলানো চাদর।
,,,,,,,,,,,,,, প্রেম বিক্রি বাজারে
লোভি নির্দয় প্রেম নির্যাস ইলেকট্রনিক্স মিডিয়ার
ধুন্ধুমার কারখানায় তৈরী পণ্য।

কিসের জন্য,কার জন্য ,,,বড্ড মেকি
এই প্রেম বিক্রি বাজারে,,,,,,,,,, উড়ন্ত শরীর।
ভরন্ত লোভ ,জীবন্ত খিদে মুছে যাওয়া অন্ধকারে
সত্যি প্রেম ,মিথ্যা লোভ
আর জড়িয়ে ধরা শুভ্রতায় অঙ্গীকার জীবন। 

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...