Friday, April 11, 2014

RISHI026@GMAIL.COM

মনখারাপের শব্দ
........ ঋষি

কাগজের উপর পেন ঘষতে থাকা
দাগ পরে না
কাগজ  ছিঁড়ে যায়।

খোলা আকাশে স্বপ্ন খোঁজা
কাছে আসে না
শুধু দিন কেটে  যায়।

রক্ত দিয়ে চান করা দিনে রাতে
দেখা যায় না
শুধু হৃদয় ভেঙ্গে যায়।

হিরোশিমার অগ্নুপাতের বারুদের স্তুপ
নেভানো যায় না
শুধু সময় কেটে যায়।

অক্ষরেখায় মাপা পৃথিবীর দুরত্ব বোঝা
অন্ধকারে হাত খোঁজা যায় না
শুধু সরে সরে যায়।

পাখির  পালক যদি বাতাসে ভাসতে থাকে
স্থির থাকে না
শুধু নেমে যায়।

দুরে থেকে জানলে মন আনছান করে
দেখা যায় না
শুধু ছুঁয়ে যায়।

আকাশের মাঝে মেঘ আরো কালো হয়
কখন বৃষ্টি নাম তা জানা  যায় না
শুধু ভিজিয়ে যায়।

প্রেম যদি জীবনে  মনখারাপ করে
কবিতা আসে না
শুধু পাগল করে যায়।

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...