Wednesday, April 2, 2014

rishi026@gmail.com

প্রেম -বৃত্ত
.......... ঋষি

আজ কবিতার হাতে কাঁচ ফুটেছে
আসলে বাহানা ,সব বাহানা।
আজ শরীরের রক্তে জ্বালা লেগেছে
আজ আর প্রেম আসবে না।

ভন্ড আর চন্ডর মধ্যে পা মাপা দূরত্বে
শুয়ে আছে তিন গজ মাটির চাহিদা।
আমরা সবাই বোধ হয়  ভুলতে চাই
সম্পর্ক্যে থাকা ভনিতা।

যে বিষ ঝরে হৃদয়ের অন্তরে
যে কাঁচ ভাঙ্গে বারে বারে চাহিদার।
তার সুর ধরে বীণার তার ছুঁলে
বাজে গো বীণা বার বার।

এ কেমন সুধা পোড়া বুকে
এ কেমন হাসি সাজানো  সুখে।
সব মিথ্যা সব  ছারখার
এক জীবনে প্রেম আসে না বারবার।

আমি জানি কারণ আমি পুড়ি
 আমার বোবা প্রেম শুধু কাতরায়।
ঝলকে যাওয়া হৃদয়ের রক্তে
তোমাকেই  শুধু  হাতড়ায়।

কিছু আর হবে না আমাকে দিয়ে
সব চাহিদা মিথ্যে।
উড়তে যে চাই খাঁচার পাখি
থাকবে না প্রেম- বৃত্তে। 

No comments:

Post a Comment

nogorayon

সর্বত্র নগরায়ন নিয়ম বিরোধী  কোথাও তো  ছায়া দরকার ,গাছ দরকার ,দরকার সবুজ  কোথাও নিজেকে রাখাবার দরকার ,বাঁচার দরকার ,দরকার আশ্রয়,  অজস্র জাতহী...