Saturday, April 26, 2014

rishi026@gmail.com

প্রশ্রয় ভালো থাকা
..........ঋষি

ভালো থাকা ,মন্দ থাকা
যেন বইয়ের পাতা জুড়ে মাঝামাঝি।
এক অন্তরলিখিত দহন
আলাদা অস্তিত্বের ভাগাভাগি।

কি যেনো এক ছুঁয়ে গেলো মেঘলা বিকেলে
গড়িয়ে পড়লো ঘাম ছেঁড়া বুকের কবিতায়।
ফুটপাথ দিয়ে হনহন করে হাঁটলাম
হাঁটলাম সময়ের সারণী ধরে তোমার ঠিকানায়।
ইচ্ছাগুলো আকাশের পাখি বন্দী খাঁচায়
হাঁটু গেড়ে দাবিয়ে দিলাম গলা আকাঙ্খায়।
ইচ্ছার দড়িতে বাড়িয়ে দিলাম গলা স্বপ্ন
কি যেন এক জটিল হাওয়া ছুঁয়ে গেলো।

কয়েকটা মুহূর্ত একলা করে সময় ছুঁয়ে গেল
বুঝলাম ,হাঁটলাম আর অদ্ভুত আবার হাসলাম।
তুমি চলে এলে প্রানের মাঝে
সেই একলা দিনে সময়ের সারণী ধরে।

কি জানি আজকাল এমন হয়
এক খাঁচা নাগরিকত্ব ছুঁতে চাই ভালোলাগাটুকু।
আটকে যায় জোকের মতো অন্তর দলিত ইচ্ছা .
আর মন্দ লাগে একলা থাকা সময়ের স্মৃতিটুকু।
ঠিক তখন মনে হয় একলা চলি ,
জীবনের পথ আর জীবনের সরণী বৃথা জীবনটুকু।
সব খালি ,শুন্য এক মুহুর্তের বাঁচা
আর প্রশ্রয় ভালো লাগা  তোমার স্পর্শটুকু। 

No comments:

Post a Comment

nogorayon

সর্বত্র নগরায়ন নিয়ম বিরোধী  কোথাও তো  ছায়া দরকার ,গাছ দরকার ,দরকার সবুজ  কোথাও নিজেকে রাখাবার দরকার ,বাঁচার দরকার ,দরকার আশ্রয়,  অজস্র জাতহী...