Thursday, October 1, 2015

প্রেমের দিনগুজরান

প্রেমের দিনগুজরান
................ ঋষি
=================================================

গাঙ্গুলি ভদ্রলোক
অনেকদিন বলে গেছেন  ,,কেউ কথা রাখে না।
পাশের আস্তাকুঁড়ে  ড্রেনের পাশে সদ্য জন্মানো মৃতদেহ
কথা রাখে নি
কথা রাখে না সময়ের মুখ।
.

সদ্য জন্মানো প্রেমের চুলকানিতে
বারন্দার রেলিং ধরে দাঁড়াই।
ওপাশে জানলায়  বৌদির হাসিখুশি  মুখ
নিজের চুলকোনো ঘাগুলো বৌদি আরচোখে ভাঙ্গে।
রাত্রে শুনি ঢাক বাজছে
দাদা চিত্কার করছে এমন করে কি সংসার চলে।
.
সদ্য সভ্যতার যৌবনে  বড় কমন নেম
,,,প্রেম।
.

অনেক কথার লিংক নিয়ে সাজানো সভ্যতার নরকে মৃতদেহ প্রেম
সকলে কথা রাখে না।
নিত্নাত অবহেলে স্যানি লিওন খুলে ফেলে বুকের ঢাকনা
আর শরীর থেকে বেয়ে থকথকে  প্রেম।
হয়তো  যৌবনে প্রেম চটকায়  কতশত লিংক এমনি নিশুতি রাতে
আলো  নেভা ,ঘর বন্ধ ,দম বন্ধ ,নিঃশ্বাসে  ঘাম।
আর শরীরে বর্জ্যে কিছু আঠালো রস
প্রেম।

কিন্তু  চলন্তিকা  মনে করাই তবু এই একবিংশ শতকে আজকের ভূমিকায়
কেউ কেউ রাস্তায় দাঁড়ায় হৃদয়ের।
প্রেম খোঁজে আপন রক্তের হিয়ায়
নিজের ভিতর
প্রেমাতঙ্ক।
  

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...