Tuesday, October 6, 2015

সুন্দরী তুই

সুন্দরী তুই
,.,.,.,.,.,.,.,.,.,.ঋষি
==================================

ও মেয়ে আয়নায় কি দেখিস তুই
কাজল কালো চোখ ,চোখের কোনে  কালি।
কি খুঁজিস বুকের আঁচল ঠিক করতে করতে
কোনো এক রাজকন্যা।
ঝরতে থাকে  মুক্ত এক চিলতে হাসি
হাসি ফুরিয়ে যায়
আয়না তুই আমার দোসর।

বুক খুলে যায় বাড়তে থাকে হৃদস্পন্দন
সদ্য স্নান করে আসা ভেজা চুলে গিঁট।
গিঁট খুলতে থাকে সংসার ,চারদেওয়াল ,আয়নার বাইরে
জড়িয়ে নামা চোখ।
সদ্য ভেজা তুই চোখের পাতায় কাজল
সদ্য ভেজা তুই ঠোঁটে ভাঁজে স্পর্শ।
সবটুকু মলিন বেঁচে থাকার শোক
সবটুকু বেঁচে আয়নার  চোখ।
সুন্দরী তুই
কোমল  তুই
ভেজা হৃদয় শুকনো তৃষ্ণা তুই।

ও মেয়ে আয়নায় কি দেখিস তুই
কাজল লেপ্টে চোখে শুকিয়ে যাওয়া ব্যাথা।
হৃদয় দিয়ে লোকানো প্রেমিকের সেই কথা
প্রথম স্পর্শ ,প্রথম ভেজা।
সুন্দরী তুই
হাসি ফুরিয়ে যায় ভেজা আয়নায়
অনাবৃত বড় নগ্ন তুই। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...