Saturday, October 3, 2015

ও মনরে আমার,

ও মনরে আমার
............... ঋষি
==============================================
চলছি  যেমন সময় চলে
গির্জার ঘড়ির ঘন্টা ,ড্রইংরুম  মোড়া  চারদেওয়াল।
আর চারদেওয়ালে বাইরে
সেই অদ্ভূত পৃথিবীটা যে চলতে শেখায়।
হামাগুড়ি  থেকে দুপায়ে তারপর চার ,,তারপর শূন্যে
অদ্ভূত না।

আছি কেমন
যেমন হৃদয় রাখে ভাঙ্গা বাঘবন্দী খেলা।
সময়ের কারসাজি সুতোয় বাঁধা ম্যাজিক
মনখারাপ
ও মনরে আমার।

মন কেন থাকে
কেন হৃদয় বাঁচে  হাজারো  ভিড়ের মাঝে একলা।
কোথাও ,কোনো মুহুর্তে জুড়ে থাকার সুখ
আর কোথাও বা
হারিয়ে ফেলার  দুঃখ।

চলছি তাই যেমন হৃদয় চলে
গির্জার ঘড়ির ঘন্টা ,ওয়াশ রুমে ফেলে আসা ইউসড  ন্যাপকিন।
আর একটু ফ্রেশনেস
হৃদয়ে ফ্রেশনার দরকার।
কারণ অকারণে  জুড়ে থাকার সুখ ,কোথাও ,কখনো ,মুহুর্তে
বাজতে থাকা সময়ের জঙ্গল। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...