Friday, October 9, 2015

প্রতিবাদ কাকে বলে

প্রতিবাদ কাকে বলে
.............. ঋষি
=====================================================
প্রতিবাদ আসলে কি
খাই না ,মাথায় মাখে তাই বুঝলাম না।
প্রতিবাদ কি দৈনন্দিন টিভি সিরিয়ালের মতন জনপ্রিয় কিছু
নাকি কোনো বুলেটের তাক করা মাথা।
ভিলেন ভূমিকায় কোনো নপুংষক উল্টোদিকে বলে
সত্যি বলতে নেই ,হাততালি দেবো।

সারাজীবন শুনে আসলাম ছোটো ,বড় মুখে সত্যি বলো
সেই কাবুলিওয়ালার সুদের মতন মাথার ভিতর ইকিরমিকির।
যন্ত্রণা ,রক্তপাত ,চিত্কার
নিজের বেঁচে থাকাকে চিরুনি তল্লাসি  করে দেখি
প্রতিবাদ নামক শব্দকোষে বড় একটা ভয় আটকে আছে জোকের মতন।
যে শুষে চলেছে তোমার জীবিত থাকার ইচ্ছাকে
নিজের পরিবার ,নিজের ছোটো সন্তান ,নিজের দৈনন্দিন ফর্দকে।
আর এই সকল নিজের ভিতর
কোথাই  যেন প্রতিবাদ একটা স্বপ্নের মতন মনে হয়।

উল্টো দিকে খসে পরে মানুষের বেঁচে থাকা
শরীর থেকে খসে পরে লজ্জা।
আর তখনি চোখে পরে নিত্যকার মোমবাতি মিছিল ,সভা ,সমিতি ,রাস্তা জ্যাম
আর তখনি শোনা যাই মাইকে বিশাল বিশাল ইচ্ছা।
সব ফিকে হয়ে যায় দিন প্রতিদিন অন্ধকারে বাঁচা মানুষের সাথে
সকলের হৃদয়ে তখন  একটা জোনাকি ঘোরে অন্ধকারে। .....  প্রতিবাদ।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...