Sunday, October 4, 2015

আগুন আর জীবন


আগুন আর জীবন 
.................... ঋষি 
===========================================
শেষ না হওয়া থিসিসের মতন 
কিছু একটা লেপ্টে আছে সারা শরীর জুড়ে। 
চাবুকের দাগ 
লাল লাল স্তব্ধতা সারা শরীর জুড়ে 
পোড়ার দাগ। 

পুড়ি আমরা সবাই 
নিজেকে নিজের ভিতর অনিশ্চিত জীবনের নাটকে। 
পোড়াই হয়তো কাউকে 
অনিয়ন্ত্রিত সম্পর্কের মোড়কে  অন্য স্বাদে। 
বেশ লাগে জীবন চিবোতে 
জিভের ধারে বারংবার আটকে থাকা স্বাদ। 
জমা বিশ্বাস ,প্রেম ,স্নেহ ,মায়া 
পরম মুক্তি বলে যদি কিছু থাকে। 
খুঁজি 
ঈশ্বরের চেতনায় ,ঈশ্বরের  প্রেরনায় 
বেঁচে থাকার অন্য স্বাদ। 

শেষ না হওয়া থিসিসের মতন 
কিছু একটা আটকে থাকে নিজের আত্মায় ,আত্মার সাথে। 
ফেবিকলকা  মজবুত জোর হ্যায় টুটেগা নেহি টাইপের কিছু 
জয় ওর বীরু  না ভুলতে চাওয়া বন্ধুত্ব 
আগুন আর জীবন। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...