Friday, October 2, 2015

মেয়েটা ছুটছে

মেয়েটা ছুটছে
............... ঋষি
================================================
অদ্ভূত দৃশ্য ,,,,,, একটা মেয়ে ছুটছে
চিত্কার করছে বাঁচাও বাঁচাও।
আর পান্ডুর পাঁচ নপুংশক ছেলে ইউটিউবে দেখছে
মেয়েটা রেপ হচ্ছে।
সমাজে অসংখ্য লাইক আর শেয়ারে মেয়েটা
পবিত্র হচ্ছে ,,,,ইশ আহা।


বোলতারা মধু খায় ,,মিষ্টি ভীষণ
হুল ফোটায় ,,আহা মেয়েটা দাঁড়িয়ে আদালত চত্তরে,
ওহ জজসাহেব বলো মেয়ে  তোমার শরীরে কোথাই দাগ।
ঠিক কোন জায়গায় ,,, কটার সময় এমন হলো
ঠিক কতজন ছিল তারা।
লজ্জা কাঁদছে সময় আয়নায় সমাজের মুখ
ঠিক অনাবৃত জন্মের মতন বেআব্রু আমরা।


গিরগিটিরা রক্ত চোষে
পা মাপা দূরত্বে প্রশ্ন ওঠে সতীত্বের।
অফিসে বাইরে ,,ভিতরে পুরুষ শরীর চুষে খায়
চোখে ,,, সুযোগে ,,,ঘরের কোনে ,,আইনি পথে ,,বে আইনে।
ও মেয়ে বল তোর শান্তি কোথাই
ঘরে না ঘরের বাইরে
নাকি এই ছুটতে থাকাই।

অদ্ভূত দৃশ্য ,,,তারা সমাজ ছিল
ছিঁড়ে খাচ্ছে মেয়েটা ক্রমাগত রোজ ,প্রতিদিন।
মেয়েটা জীবিত আছে প্রত্যেক যোনির গহ্বরে
চিন্তার মেঘ
মেয়েটা ছুটছে তাই  ,,বাঁচাচ্ছে সমাজকে  লজ্জার হাত থেকে
আর ইউটিউবে  বাড়ছে সমাজের পবিত্রতা 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...