Wednesday, October 28, 2015

জিন্দেগী দো পলকি

জিন্দেগী দো  পলকি
................. ঋষি
===============================================
বহু বিকশিত ওয়েব সাইট খুলতে থাকে
ইচ্ছে ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,করলে জিন্দেগী মুঠিমে।
জিন্দেগী নাম কহি শুনা থা
অনেকটা সেই অমিতাভ লম্ফঝম্প চুলের থেকে বাঘ বেরিয়ে পরে।
হাসি পায় ,কেন জানি হাসি পায়
প্রতিটা সম্পর্কে ফাঁকে বাঘ থাকে।

প্রতিটা সম্পর্কের জঙ্গলে একটা বাঘ ঘোরে ফেরে
দাপটে সাম্রাজ্যে কারোর প্রবেশ নিষেধ।
দমবন্ধ করা দরজা জানলায় খিল মারা মুহুর্তদের ফাঁকে
ওয়েব সাইট বাফারিং করে।
আসতে আসতে খুলতে থাকে ঈশ্বরের মতন তৃপ্তিতে
নারায়ণ শায়িত তার কাঙ্খিত বাসনায়।
আর লক্ষ্মী তুমি ধনদাত্রী
আর সোনার মাঠে বীর্যের বপনে তৃপ্তি।
কিছু মুহূর্ত
সোসাল ওয়েব সাইট আর নায়কনায়িকার সাথে।
আবার নির্যাতিত
জিন্দেগী দো  পলকি।

মাখামাখি সম্পর্ক সকলে জানে ,চাই তাকে
নেশার শব্দে পাতিয়ালা পেগের ফিলিংসগুলো বেঁচে থাকা।
গড়িয়ে নামা বিন্দু বিন্দু শীতলতায়
পাব ,হাবে লম্ফঝম্প বাড়াবাড়ি ,কাড়িকাড়ি ,মারামারি।
তারপর রাত্রি ,ওয়েব সাইট বন্ধ ,বাঘ আবার নিজের ডেরাতে
বেশ নিশ্চিন্তে নখ লুকিয়ে ঘুমোয়।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...