Friday, October 16, 2015

অজ্ঞাত সময়

অজ্ঞাত সময়
...................... ঋষি
==================================================

পৃথিবী পাক খাচ্ছে আর খাচ্ছে মানুষে মন
পৃথিবীর ধুলো আরো ধুসরিত মানুষ।
সওয়াল ,জবাব কোর্টে জনতা পক্ষে দাঁড়িয়ে প্রশ্ন
কি হবে উত্তরে।
কি হবে প্রশ্নে
আইনের চোখে বাঁধা কাপড় আর মানুষে মুখে সেলোটেপ।

শব্দ হবে না কোনো
ভোকাল কর্ডে  বেকার চাপ বাড়িয়ে কি লাভ।
বরং তলপেটে চাপ
কিছু তো বেরোবে নোংরা কিছু সত্যি অপ্রিয়ের মতন।
যারা রাস্তায় দাঁড়িয়ে টিটকিরি দেয় নষ্ট মেয়েটাকে
মেয়েটা শোনে না কিছু শুধু এগিয়ে যায়।
তাদের যদি আমাদের তরে নাঙ্গা করা হয় মাঝরাস্তায়
কিংবা মুখগুলো চেপে ধরা হয় ডাস্টবিনে পরিচয়পত্রে।
কি হবে পাঞ্চালী ,সীতার  দেশে
মেয়েটা আরো নষ্ট হবে দিন প্রতিদিন।
কি হবে রবি বাবুর স্বদেশে
স্বদেশ সঙ্গীত আজ বিলাপ নেতাজীর অজ্ঞাতবাসে।

পৃথিবী পাক খাচ্ছে আর খাচ্ছে মানুষের মন
নিজের মতন শিক্ষায় আমরা সবাই।
সওয়াল ,জবাব কোর্টে ক্যাচ লোফালুফি
পৃথিবী এখানে দাঁড়িয়ে নষ্ট চুপিচুপি।
কি হবে বিচার
কে করবে বিচার
আমি ,তুমি ,না তিনে থাকা ঈশ্বর অজ্ঞাত সময়।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...