Wednesday, October 14, 2015

মুহূর্ত

মুহূর্ত
.............ঋষি
==========================================

মুহূর্ত যা জমিয়ে রাখা যায়
মুহূর্ত পথের ধুলোয়।
মুহূর্ত কোনো সোহাগী হৃদয় শরতের মেঘ
মুহূর্ত যা অজস্র আবেগ ভাঙ্গা কারশেড।
মুহূর্ত চোখের জলে জমানো কালি
মুহূর্ত  ভালোবাসি শুধু তোমায় বলি।

এই ছিল মুহূর্ত নিয়ে মুহুর্তের লিপি
জমতে থাকা রাস্তার উপর এক হাঁটু  জল।
দুম করে বৃষ্টি
মেঘলা আকাশ।
হাঁটু ডুবে যাওয়া শরতের  মেঘে ঘুম ঘুম
শীতের হালকা পরশ।
চুপিচুপি কানে কানে শব্দরা সব নুপুরের ধ্বনি
আসছে।
শুনতে পাচ্ছো,  শুকনো  পাতা ভেঙ্গে
সবুজ ক্লোরোফর্ম নিশ্বাস
আসছে।

মুহূর্ত চলে যাওয়া সময়ের কথা
মুহূর্ত হৃদয় বেগে বলতে থাকা।
মুহূর্ত একসাথে কোনো বিলেবেলা
মুহূর্ত কফি কাপে ওমের খেলা।
মুহূর্ত নিজস্ব কোনো হৃদয় ক্লাইমেক্স
মুহূর্ত না শেষ হওয়া  সময় বিশেষ। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...