Sunday, October 4, 2015

আমার হৃদয়

আমার হৃদয়
................. ঋষি
=======================================
হাজারো  কাজের ফাঁকে
জীবনের পথ চলা যদি এমন হয়।
ঠিক তোর  নোনতা ঠোঁট
তবে রামুদার চায়ের দোকানে চা পুরো জমে যাবে।
শুধু সেই বাইপাসের সেই পুরনো বারটাতে
আর যাওয়া হবে না।

দুঃখ  নেই তাতে
গড়িয়ে নামা  রৌদ্রকে  যদি গায়ে মাখিস।
তোর  শরীরে ঘামের গন্ধ চিবিয়ে খাবো
অন্তর  রোমন্থনে।
উঠে আসেবে যন্ত্রণা সীমানা ছাড়িয়ে আরো দুরে
তোর  অবয়বে কেমন আমির গন্ধ।
স্পর্শ ছুঁয়ে যাওয়া
স্পর্শ ছুঁয়ে থাকা চোখের চশমায় লুকোনো যন্ত্রণা।
তবু চুমু তোর কপালে থাকা কালো টিপে
নিলাজ নগ্নতায়।

হাজার কাজের ফাঁকে জীবনের অপরাহ্নে
মুহুর্তদের কারসাজি
এক ম্যাজিক।
জীবন খুঁড়ে খুঁজে পাওয়া সেই লুকোনো স্বপ্ন
কয়েকশো  হাড়  আর মাংসের আড়ালে
আমার হৃদয়।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...