Sunday, October 4, 2015

বাঁচবার লোভ

বাঁচবার লোভ
............... ঋষি
================================================
রাতকে রাত বলতে লজ্জা করে আজকাল
আর আলোকে ভালবাসতে বড় ভয় করে।  
রাতে শুয়ে থাকা শহরের দরজায় দেখি
ষড়যন্ত্র চলছে।
ভোট ব্যান্ক লুঠ,লাঠি চার্জ ,অঘোষিত যুদ্ধ  সকালের আলোয়
তবু কেন  ভয় এতো।

জানি জীবন থেকে হারিয়ে যাওয়ার মুহুর্তে
মনে পড়বে  ঠিক প্রমের মুখ।
তাইতো ঘরে ফিরতে হয় বারংবার
তাইতো চর্বির আড়ালে জমতে থাকা  হৃদপিন্ডের  কালিটাকে
মেনে চলতে হয়।
ভালবাসতে হয় জীবনকে ,ভালবাসতে হয় তোমাকে
আমার দুই বাহুর ফাঁকে তোমার মুখ।
ভিজে যাওয়া চোখের পাতায় লুকোনো অজানা
জড়িয়ে ধরে পিষে নি।
বুকের মাঝে
বাঁচবার লোভ।

রাতকে রাত বলতে ভয় করে আজকাল
আর আলোকে কাঁচের মতন বুঝতে পারি না ,
রাতে ঘুমিয়ে থাকা শরীরে ফাঁকে
সম্পর্কের নোনতা স্বাদ।
আর আলোর রোদে পুড়ে  ঘামের স্বাদে
রক্তের নোনতা ,,পার্থক্য খুঁজে পাই না। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...