Thursday, October 15, 2015

মানুষের সাথে

মানুষের সাথে
............ ঋষি
=============================================
নিজস্ব আয়নাতে যেমন যোগ্যতা লেখা যায়
তেমন লেখা যায় ভালো আছি কথাটা নরকের উপর।
সবচেয়ে ভালো লেখা যায় বেঁচে আছি
কারণ থাকতে হয়।
শহর জুড়ে জনতার স্টোভে ফুসতে থাকা বাঁচার খিদে
আর শহরের পথে নগ্নতার বিজ্ঞাপন রাখতে হয়।

বিপ দিয়ে যাওয়া চেনা খিস্তিগুলো
কেন জানি আজকাল পরম প্রিয় লাগে বেশ্যার মতন।
প্লিস বেশ্যা কোনো শব্দ নয়
কোনো নাম নয় ,কোনো জাত নয় ,শুধু শরীর।
যেমন আমার শহরের তেমনি বেশ্যার
জঘন্য কোনো প্রতিদ্বন্দী দাঁড়িয়ে আছে নিজের কাছে।
অনেকটা সেই মায়াময়ী
যাকে দেখা যায় ,অথচ ধ্বংস সে যে ঈশ্বর নির্ভর।
স্কেলিটনে ভয় দেখানো ডাইনোসরোস বেঁচে আছে
অথচ ওই শব্দটা ইনসাইক্লোপিডিয়ায় মৃত সেই ইতিহাসে।
একেই বলে যোগ্যতা
মানুষ ও বেঁচে থাকা।

নিজস্ব আয়নাতে যেমন লেখা যায় না মানুষের নাম
তেমনি কোনো শিশুর টুকরো করা শরীর সহজলভ্য খবরের পাতায়।
কিংবা সেই যে শরীর এই শহরে বহুল ব্যবহ্রত প্রেম শব্দে
অথবা কোনো গ্লিসারিন চোখে নকল মুখোশে।
শহর জুড়ে বাড়তে থাকা ধোঁয়া এখন গিয়ে লেগেছে তাজমহলের গায়ে
কিন্তু এতকিছু পরেও মানুষ আর যোগ্যতা শব্দগুলো খিদেতে লেখা।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...