Thursday, October 29, 2015

আকাশের নিচে পৃথিবী

আকাশের নিচে পৃথিবী
................. ঋষি
============================================
অসময় বৃষ্টির মতন অসংখ্য সম্পর্ক
টানা পোড়েন টেরাকোটা জাফরির ফাঁক গড়িয়ে নামা জ্যোত্স্না,
আমার বাইকের পিছনে বসে।
হাত বাড়িয়ে আকাশ ধরতে চাই সে
বুক পকেটে জমতে থাকা হাঁপানি কাশিরা জানে
আকাশের নিচে পৃথিবীটাকে।

স্বপ্ন মুড়ি দিয়ে শুয়ে থাকা সম্পর্কের ফাঁকে
সেই লাইনে দাঁড়ানো কৃষ্ণা জানে শুকনো রুটির মানে।
চারিদিকে চলতে থাকা পরীক্ষা পর্বে
প্রতিহিংসার আঁচ পাওয়া যায়।
পাওয়া যায় রক্তের গন্ধ সকলের লোকানো নখের সাথে
কিছুটা মাংস আটকে থাকে বিবেকের দাঁতে।
খুনসুটি ,খুঁড়ে  চলে নিজেকে
অবাক পৃথিবী অবাক করলে তুমি।
এই তো চলছে বাইক ফিফথ গিয়ারে
স্পীডো মিটারের কাঁটা মৃত্যু ছুঁয়ে ,
জ্যোত্স্না কি শুধু আকাশের চাঁদের
আর তোমার।

তোমার বুকের ব্যারিকেড ভেঙ্গে এগিয়ে আসা উচ্চতা
কোথায় যেন গিয়ে লাগে হৃদয়ের ফাঁকে।
তোমার জমানো কালো টিপের পুড়ে যাওয়া স্মৃতি
বাম্পারে প্রতি স্পন্দনে অনুভব সময়।
মোহময়ী মুগ্ধতা আমি আকাশে দাঁড়িয়ে দেখি
মাটির পৃথিবীর জমতে থাকা আবর্জনা।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...