Saturday, October 17, 2015

ছুটি ছুটি

ছুটি ছুটি
................ ঋষি
======================================
তোর ছুটি কবে
যেদিন তুই বৃক্ষের মতন একলা দাঁড়াবি।
আমার বুকে ঢুকে যাবে তোর পা
যেদিন  কোনো সীমানা হীন মানচিত্রে তুই হেঁটে বেড়াবি।
সময়ের যোগফল  আর বিয়োগগুলো ভুলে
এক গাল হেসে বলবি ,,ছুটি ,ছুটি ,ছুটি।

জীবন থেকে শব্দ জুড়ে ডিক্সানারি
পাতায় পাতায়  সেই এলফাবেটিকালি সময়ের যোগাযোগ।
হাতের মুঠোয় মুঠোফোন
টুকরো টুকরো এস এম এস  ,ইনবক্সে ম্যাসাজ।
সব ছেড়ে উঠে তুই উঠে দাঁড়ালি
গর্বিত এবং একা।
অন্য পৃথিবী হোক না পথ আঁকাবাঁকা
সেই রবিঠাকুরের সহজ পাঠ।
আমাদের নদী
মিষ্টি জল।
ছুটি ছুটি
একলা চল।

তোর ছুটি কবে
যেদিন তুই রোজকার মতন বলবি না এবার যেতে হবে।
চলে যেতে হবে
চলে তো সবাই যায় ,একার পথে অন্য একায়।
হিসেবের কেনা কড়ি
তোকে আমি একলা বলি
কেন জানিস ,,তোর ছুটি হাসতে থাকায়।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...